বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতদের পরিবারে কান্না থামছে না। বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে শিশু। সন্তান হারিয়ে দিশাহারা বাবা-মা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি অনেক পরিবার। হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা, আশঙ্কা অঙ্গহানির। নিম্ন আয়ের লোকজন হিমশিম খাচ্ছেন পরিবার-স্বজনদের চিকিৎসা চালিয়ে নিতে। বুলেটে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের।
► আমার স্বামী তো কোনো রাজনীতি করে নাই, তারে মারল কেন
► সেই ভয়াল সন্ধ্যা আমাকে সারা জীবনের জন্য পুঙ্গ করে দিল
► একটা চাকরি পেলে হয়তো বেঁচে যেত শামিমের সংসার
► গিয়েছিলেন সংসার চালাতে ফিরলেন লাশ হয়ে
► সবুজের পরিবারের স্বপ্ন পুড়ে ছাই
► কমর উদ্দিনের পরিবারের মুখে এখন ভাত নেই
► আমার ছেলেটা আর নাই, এখন কী নিয়ে বেঁচে থাকব