১২ নভেম্বর, ২০১৮ ১০:৪১
ফরিদপুর-২

প্রচার-প্রচারণায় এগিয়ে বিএনপির শামা ওবায়েদ

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

প্রচার-প্রচারণায় এগিয়ে বিএনপির শামা ওবায়েদ

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই তিনি। গত কয়েক মাস এলাকায় থেকে শামা ওবায়েদ দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, কর্মী সমাবেশ, মতবিনিময় সভা করছেন। পাশাপাশি তিনি আগামী দিনে আন্দোলন-সংগ্রামে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন। গত নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শামা ওবায়েদ আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে অল্প ভোটে হেরে যান। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল মিটিয়ে শামা ওবায়েদ নানা কৌশলে তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন। গত বিশ দিন আগে থেকে উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী বুলুর নেতৃত্বে কৃষক দলের সভাপতি মো. বিল্লাল হোসেন, ওলামা দলের সভাপতি দেলোয়ার হোসেন ঝিলুসহ বেশ কিছু নেতা নির্বাচনী এলাকার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা এবং ধানের শীষে ভোট প্রার্থনা শুরু করেছেন। নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী বুলু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফরিদপুর-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। তিনি আশাবাদী এ আসনে শামা ওবায়েদ ইসলাম দলের মনোনয়ন পাবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর