শিরোনাম
৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩৭

নীলফামারীর ৪টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ৪টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে ছয় জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। রবিবার বিকাল ৫টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে দলীয় তিন জন এবং স্বতন্ত্র তিন জন।

দলের পরিচয়ে বিএনপির একজন, কৃষক শ্রমিক জনতা লীগের একজন, এনএনপির একজন এবং আওয়ামী লীগ দলীয় তিন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, নীলফামারী-১  (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা, এনএনপির ন্যানসি রহমান, নীলফামারী-২ (সদর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের আতাউর রহমান বাবু, বিএনপি দলীয় প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও অপর স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর। নীলফামারী-৪  (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।

জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক নাজিয়া শিরিন ওই ছয় জনের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর