৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:০২

ঐক্যফ্রন্ট ও ২০ দলের ২৫ জনকে ধানের শীষ দিতে ইসিকে বিএনপির চিঠি

অনলাইন ডেস্ক

ঐক্যফ্রন্ট ও ২০ দলের ২৫ জনকে ধানের শীষ দিতে ইসিকে বিএনপির চিঠি

বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের ২৫ জন প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে (ইসি)চিঠি দিয়েছে দলটি। 

চিঠিতে সই করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ বিকাল সাড়ে ৩টায় এই চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেন দলটির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

চিঠিতে জোটের আটটি দলের ২৫ জন প্রার্থীর নামে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করা হয়।

এই আটটি দল হল ঐক্যফ্রন্টের শরিক ড. কামাল হোসেনের নেতৃত্বাধীণ গণফোরাম, আ স ম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসপি), বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।

২০ দলের শরিক কর্নেল (অব.) অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ কল্যান পার্টি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি।

আজকের তালিকায় গণফোরাম থেকে সাত জনের নাম দেয়া হয়েছে। তারা হলেন- কুড়িগ্রাম-২ আমসা আমিন, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সায়িদ, ময়মদসিংহ-৮ আসনে এইচ এন খালেকুজ্জামান, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ মোস্তফা মহসীন মন্টু, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর আহম্মদ এবং হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।

জেএসডির (রব) চার জনকে ধানের শীষ প্রতীক দিতে অনুরোধ করা হয়েছে। তারা হলেন- কিশোরগঞ্জ-৩ আসনের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ঢাকা-১৮ শহীদ উদ্দিন মাহমুদ, কুমিল্লা-৪ আসনে আবদুল মালেক রতন এবং লক্ষ্মীপুর-৪ আ স ম আব্দুর রব।

কৃষক শ্রমিক জনতা লীগের তিন জনকে ধানের শীষ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে। এরা হলেন- টাঙ্গাইল-৪ মোহাম্মদ লিয়াকত আলী, টাঙ্গাইল-৮ কুঁড়ি সিদ্দিকী এবং গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দীকী।

২০ দলের শরিক এলডিপি পাঁচটি আসনে জোটের মনোনয় পেয়েছে। তবে চার জন ধানের শীষ প্রতীকে লড়বেন। তারা হলেন ময়মননিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোরশেদ, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং চট্টগ্রাম-৭ আসনে মোহাম্মদ নুরুল আলম। এলডিপি সভাপতি অলি আহমদ ছাতা প্রতীকে নির্বাচন করবেন।

২০ দলের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের তিন জনকে ধানের শীষ দিতে অনুরোধ করা হয়েছে। এরা হলেন- নারায়ণগঞ্জ-৪ মনির হোসাইন, সুনামগঞ্জ-৩ মো. শাহীনুর পাশা চৌধুরী এবং সিলেট-৫ উবাইদুল্লাহ ফারুক।

খেলাফত মজলিস থেকে হবিগঞ্জ-২ আসনের আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনের আহমদ আব্দুল কাদের।

বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম-৫ আসনে সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম। ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন বিজেপির প্রধান আন্দালিব রহমান পার্থ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর