৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৩

পাবনার ৫টি আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

পাবনা প্রতিনিধি:

পাবনার ৫টি আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

একাদশ জাতীয় সংসদের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রবিবার পাবনার ৫টি আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া কোন প্রতীক না বরাদ্দ থাকায় বিএনপির আরও ৬ জনের মনোনয়ন অটো বাতিল হয়ে গেছে। বর্তমানে ৫টি আসনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামায়াতসহ অন্যান্য দলের ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আজ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পাবনা জেলা রির্টানিং অফিসার মো. জসিম উদ্দিন এবং সহকারি রির্টানিং অফিসারের কাছে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে কমরেড নজরুল ইসলাম (ওর্য়াকার্স পার্টি), ডা. আব্দুল বাসেত খান (জামায়াত), ডা. মো. শফিকুল ইসলাম (মুসলীমলীগ)। পাবনা-২ (সুজানগরা-বেড়া) আসনে মো. শাখাওয়াত হোসেন (এনপিপি) ও মো. রেজাউল করিম (জাসদ)। পাবনা-৪  (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আবু তালেব মন্ডল (জামায়াত)। পাবনা-৫ (সদর) আসনে অ্যাডভোকেট জাকির হোসেন (ওয়াকার্স পার্টি) ও মামুনার রশিদ খান (বিএনপি)।

রিটানিং অফিসার মো. জসিম উদ্দিন জানান, এদের মধ্যে ‘প্রতীক’ বরাদ্দ না থাকায় বিএনপির আরও ৬ জনের মনোনয়ন অটো বাতিল হয়ে গেছে। এরা হলেন, পাবনা-২ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন (বিএনপি) এবং আব্দুল হালিম সাজ্জাদ (বিএনপি), পাবনা-৩ আসনে মো. হাসাদুল ইসলাম হীরা (বিএনপি) ও মো. ফখরুল আযম (বিএনপি)। পাবনা-৪ আসনে সিরাজুল ইসলাম সরদার (বিএনপি) এবং পাবনা -৫ আসনে রহমান  শিমুল বিশ্বাস (বিএনপি)।
বর্তমানে ৫টি আসনে আওয়ামী লীগ বিএনপি জাতিয় পার্টি জামায়াতের ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামী লীগ), অধ্যাপক ড. আবু সাইয়িদ (গণফোরাম-ঐক্যফ্যন্ট), ব্যারিষ্ট্রার নাজিবুর রহমান মোমেন (স্বতন্ত্র জামায়াত), মাওলানা আব্দুল মতীন (ইসলামী আন্দোলন), মো. শাখাওয়াত হোসেন (এনপিপি), মো. শরিফুল ইসলাম (তরিকত ফেডারেশন) মো. জুলহাস নাইন বাবু (গণসংহতি আন্দোলন) ও সরদার মো. শাজাহান (জাতিয় পার্টি)। 
পাবনা-২ (সুজানগরা-বেড়া) আসনে আহমেদ ফিরোজ কবীর (আওয়ামীলীগ), একেএম সেলিম রেজা হাবিব (বিএনপি), মো. ইউনুস আলী (ইসলামী আন্দোলন), মো. শামসুর রহমান, (তরিকত ফোডারেশন)। 
পাবনা-৩ (চাটমোহর ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আলহাজ মকবুল হোসেন (আওয়ামীলীগ), কেএম আনোয়ারুল ইসলাম (বিএনপি) মো. আব্দুল মোত্তালিব (ইসলামী আন্দোলন) ও মো. খায়রুল আলম (গণতান্ত্রিক পার্টি)। 
পাবনা-৪  (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (আওয়ামীলীগ), মো. হাবিবুর রহমান হাবিব (বিএনপি), মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন), মো. আব্দুর রশিদ শেখ (এনপিপি)। 
পাবনা-৫ (সদর) আসনে গোলাম ফারুক প্রিন্স (আওয়ামীলীগ), অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন (জামায়াত, ২০ দলীয় জোট), মো: আবু দাউদ (এনপিপি), মো. আরিফ বিল্লাহ) ও মো. আব্দুল কাদের খান কদর (জাতীয় পার্টি)।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর