৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪০

বরিশালে ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৩ বিদ্রোহীসহ (স্বতন্ত্র) ৫ জন প্রার্থী সরাসরি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ৬টি আসনে বিএনপির ৬ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় ওই দলের অপর ৬ জন প্রার্থী বিধিমোতাবেক প্রত্যাহার হয়ে গেছে বলে জানিয়েছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত বরিশাল-২ আসনে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী (স্বতন্ত্র) যথাক্রমে ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, শের-ই বাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু এবং সৈয়দা রুবিনা আক্তার মীরা সরাসরি তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন। এছাড়া বরিশাল-৬ আসনে গণফোরামের দুই নেতা যথাক্রমে অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু এবং মো. ফোরকান আলম খান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। 

রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশালের ৬টি আসনে বিএনপি’র ২জন করে প্রার্থী ছিলো। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৬ জন প্রার্থী দলের চূড়ান্ত মনোনয়নপত্র জমা দেন। এর ফলে ৬টি আসনে বিএনপি’র অপর ৬ জন প্রার্থীর প্রার্থীতা বিধি মোতাবেক প্রত্যাহার হয়ে গেছে। সব মিলিয়ে বরিশালের ৬টি আসনে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা জানান। তফসিল অনুযায়ী সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এরপরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর