৯ ডিসেম্বর, ২০১৮ ২১:১৬

ময়মনসিংহের ১১টি আসনে ২৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ১১টি আসনে ২৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৬ প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে সর্বমোট ১১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর নির্বাচন কমিশনে আপিল করে বৈধতা পায় আরো ৯ প্রার্থী। আজ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরো ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ১১ আসনে বৈধ প্রার্থী এখন ৬৭ জন।

মনোনয়ন প্রত্যাহার যারা করেছেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) বাবুল চন্দ্র দেবনাথ ও আব্দুস সালাম শেখ (কৃষক শ্রমিক জনতা লীগ) এবং রফিকুল ইসলাম (খেলাফত মজলিস)। 

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (নাগরিক ঐক্য-বিএনপি) ও মাওলানা মো. তৈয়ব হোসেইন (ইসলামী ঐক্যজোট)। 
ময়মনসিংহ-৪ (সদর): দেলোয়ার হোসেন খান দুলু (বিএনপি), আমিনুল হক শামীম (স্বতন্ত্র), শাহীনুল আলম (কৃষক শ্রমিক জনতা লীগ),  মাসউদুল হাসান (গণফোরাম)।
ময়মনসিংহ-৫ (মুক্তাাগছা): জাকির হোসেন বাবুল (ওয়াকার্স পার্টি-মেনন), মো: সোহেল মিয়া । 
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া): মো. আখতারুল আলম ফারুক (বিএনপি), অধ্যাপক জসিম উদ্দিন (জামায়াত-স্বতন্ত্র), মোঃ বিল্লাল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ)। 
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) : আব্দুল মোমেন (খেলাফত মজলিস), হাবিবুর রহমান (ওয়াকার্স পাটি), আমিনুল ইসলাম সরকার (বিএনপি) ও মোস্তফা আমীর ফয়সল (জাকের পার্টি)। 
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): খিজির হায়াত খান (কৃষক শ্রমিক জনতা লীগ)।
ময়মনসিংহ-৯ (নান্দাইল): ইয়াসের খান চৌধুরী (বিএনপি), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহামেদ (জাসদ-ইনু) ও লতিফুল বারী হামিম (গণফোরাম)। 
ময়মনসিংহ-১০ (গফরগাঁও): মিজবাহ উদ্দিন শাহ (কৃষক শ্রমিক জনতা লীগ)। 
ময়মনসিংহ-১১ (ভালুকা): অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল (বিএনপি)।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর