৯ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৭

মাশরাফির আসনে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ

অনলাইন ডেস্ক

মাশরাফির আসনে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। কারণ জাতীয় পার্টির যে ১৩২টি আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তার মধ্যে এই আসনটিও রয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রার্থী হিসেবে এই আসনে লড়বেন জেলা জাতীয় পার্টির সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ।

জাতীয় পার্টি ছাড়া এ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবেন আরও ৬ জন। তারা হলেন ২০ দলীয় জোটের প্রার্থী এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজাজামান, জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের এসএম নাছির উদ্দিন, এনপিপির মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফকির শওকত আলী।

বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর