১০ ডিসেম্বর, ২০১৮ ১২:১৫

প্রার্থী বদল: সিরাজগঞ্জ-৬ আসনে লড়বেন মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রার্থী বদল: সিরাজগঞ্জ-৬ আসনে লড়বেন মুহিত

ড. এম এ মুহিত

নানা জল্পনা-কল্পনার পর শেষ মুহূর্তে প্রার্থী বদল করে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রয়াত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে তারুণ্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ ড. এম এ মুহিতকে চূড়ান্ত করা হয়েছে। এতে সাধারণ নেতা-কর্মীর মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। এই আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিসকে। শনিবার গভীর রাতে প্রার্থী বদল করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্বাক্ষরিত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৬(২) অনুচ্ছেদের বিধানমতে ড. এম এ মুহিতকে চূড়ান্ত মনোনয়নপূর্বক ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী কামরুদ্দিন এহিয়া খান মজলিস আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। দল ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। এ অবস্থায় ড. এম এ মুহিত দলের হাল ধরেন। প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের আপদে-বিপদে পাশে দাঁড়ান। দলীয় কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করছেন।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর