১০ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৩
মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

দুলু ও টুকুর নির্বাচন করতে বাধা নেই

অনলাইন ডেস্ক

দুলু ও টুকুর নির্বাচন করতে বাধা নেই

ইকবাল মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির দুই প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল মাহমুদ টুকুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে তাদের করা আপিলের শুনানি শেষে সোমবার এ রায় দিয়েছেন আদালত।

আদালতের এই সিদ্ধান্তের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যদিকে, সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেনবিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু। দু'জনের আবেদন রিটানিং কর্মকর্তা বাতিল করা পর নির্বাচন কমিশন আপিল করেন।

কিন্তু সেখানেও প্রার্থীতা ফিরে না পাওয়ায় গত রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথকভাবে রিট করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল মাহমুদ টুকু। এরপর সোমবার সেই আপিলের শুনানি শেষ রায় দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর