শিরোনাম
১০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩২

রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এসএম আবদুল কাদের প্রত্যেক প্রার্থীর অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ করেন।

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী (নৌকা), বিএনপির ব্যারিস্টার আমিনুল হক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মান্নান (হাতপাখা), বাসদের আলফাজ হোসেন (মই), রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা (নৌকা), সিপিবি’র এনামুল হক (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন (হাতপাখা), বিএনপির মিজানুর রহমান মিনু (ধানের শীষ), রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের আয়েন উদ্দিন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান (হাতপাখা), যুক্তফ্রন্টের মনিরুজ্জামান (কুলা), সাম্যবাদী দলের সাজ্জাদ আলী (চাকা),বিএনপির শফিকুল হক মিলন (ধানের শীষ), রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক (নৌকা), বিএনপির আবু হেনা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান (হাতপাখা), রাজশাহী-৫ আসনে জাতীয় পার্টি আবুল হোসেন (লাঙল), বিএনপির নাদিম মোস্তফা (ধানের শীষ), আওয়ামী  লীগের ডা. মনসুর রহমান (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন (হাতপাখা), জাকের পার্টির শফিকুল ইসলাম (গোলাপ ফুল) এবং রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাইদ চাঁদ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ (হাতপাখা), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙল) ও আওয়ামী লীগের শাহরিয়ার আলম (নৌকা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের সময় প্রার্থীরা নিজে ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিছিল করে প্রচারণায় নামেন প্রার্থীরা। বিভিন্ন এলাকায় সাটানো হয় পোস্টার।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর