১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৯

মেহেরপুরে প্রতীক পাওয়ার পর প্রচারণায় প্রার্থীরা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে প্রতীক পাওয়ার পর প্রচারণায় প্রার্থীরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আতাউল গনি প্রত্যেক প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ দেন।

মেহেরপুর- ১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের ফরহাদ হেসেন (নৌকা), বিএনপির মাসুদ অরুন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহা. আবুল কালাম কাছেমী (হাতপাখা), জাতীয় পাটির মো. আব্দুল হামিদ (নাঙ্গল), জাকের পাটির মো. সাইদুল আলম ( গোলাপ ফুল)। 

মেহেরপুর- ২ (গাংনী) আসনে আওয়ামী লীগের মোহাম্মদ সহিদুজ্জামান খোকন (নৌকা), বিএনপির মো. জাভেদ মাসুদ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আলিমুজ্জামান মো. আব্দুল কাদের (হাতপাখা), জাতীয় পাটির কেতাব আলী (নাঙ্গল), জাকের পাটির মো. আলী আকবর ( গোলাপ ফুল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের সময় প্রার্থীরা নিজে ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিছিল করে প্রচারণায় নামেন প্রার্থীরা। এছাড়া করা হচ্ছে মাইকে মাইকে প্রচারণা। বিভিন্ন এলাকায় সাটানো হচ্ছে পোস্টার।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর