১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৮

হবিগঞ্জে নির্বাচনী পরিবেশ নষ্ট হলে দায় পুলিশের: গউছ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নির্বাচনী পরিবেশ নষ্ট হলে দায় পুলিশের: গউছ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হবিগঞ্জ-৩(হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব জিকে গউছ। আজ সোমবার দুপুরে জেলা বিএনপির সায়েস্তানগরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জিকে গউছ বলেন, সরকার থেকে বলা হয়েছে কারও বিরুদ্ধে গায়েবী মামলা হবে না এবং কাউকে গ্রেফতার করা হবে না। তারপরও পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা নির্বাচনে থাকবো কিনা নতুন করে ভাবতে হবে। আর যদি হবিগঞ্জের নির্বাচনের পরিবেশ নষ্ট হয় তবে তার দায় দায়িত্ব হবিগঞ্জের পুলিশকে বহন করতে হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম, জেলা বিএনপি’র নেতা গোলাম মোস্তফা রফিক, পৌর বিএনপি’র আহ্বায়ক আবুল হাসিম প্রমুখ। 

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর