১০ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৬

কক্সবাজারের ৪টি আসনে প্রতীক পেলেন ২৮ জন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ৪টি আসনে প্রতীক পেলেন ২৮ জন

কক্সবাজার ৪টি সংসদীয় আসনে ২৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (১০ ডিসেম্বর) সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ১২টি রাজনৈতিক দলের ২৫ জন ও স্বতন্ত্র ৩ জনসহ ২৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। এরমধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮ জন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৯ জন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে ৫ জন ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনে আচরণবিধি মতে প্রার্থীরা এখন প্রচারণা শুরু করবেন। তবে এক্ষেত্রে আচরণবিধি লংঘন হচ্ছে কিনা কঠোর নজরদারিতে রাখা হবে।

প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাফর আলম, নৌকা (আওয়ামী লীগ), হাসিনা আহমেদ, ধানের শীষ (বিএনপি), মোহাম্মদ ইলিয়াছ, লাঙ্গল (জাতীয় পার্টি), আবু মো: বশিরুল আলম, হাতুড়ী (ওয়ার্কার্স পার্টি), মোহাম্মদ আলী আছগর, হাতপাখা (ইসলামি আন্দোলন বাংলাদেশ), বদিউল আলম, সিংহ (স্বতন্ত্র) এবং তানিয়া আফরিন, মটর গাড়ী (স্বতন্ত্র)। 
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আশেক উল্লাহ্ রফিক, নৌকা (আওয়ামী লীগ), জামায়াত নেতা এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ, আপেল (স্বতন্ত্র), আনছারুল করিম, মাছ (গণফ্রন্ট), মোহাম্মদ জিয়াউর রহমান, চেয়ার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ শহীদুল্লাহ, হারিকেন (বাংলাদেশ মুসলিম লীগ), জসিম উদ্দিন, হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শাহেদ সরওয়ার, কুলা (বিকল্পধারা বাংলাদেশ), আব্ ুইউসুফ মুহাম্মদ মনজুর আহমেদ, মুমবাতি (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনে সাইমুম সরওয়ার কমল, নৌকা (আওয়ামী লীগ), লুৎফুর রহমান, ধানের শীষ (বিএনপি), মফিজুর রহমান, লাঙ্গল (জাতীয় পার্টি), মোঃ হাছন, টেলিভিশন (বিএনএফ), মোঃ আমিন, হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
 
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে শাহীন আক্তার, নৌকা (আওয়ামী লীগ), শাহজাহান চৌধুরী, ধানের শীষ (বিএনপি), আবুল মঞ্জুর, লাঙ্গল (জাতীয় পার্টি), সাইফুদ্দিন খালেদ, হারিকেন (বাংলাদেশ মুসলিম লীগ), রবিউল হোছাইন, মিনার (ইসলামী ঐক্যজোট), মোঃ শোয়াইব, হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর