১০ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৮

খুলনায় পুলিশি বাধায় বিএনপির নির্বাচনী মিছিল পণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পুলিশি বাধায় বিএনপির নির্বাচনী মিছিল পণ্ড

খুলনা-২ আসনে বিএনপির নির্বাচনী মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি। 

সোমবার বেলা ১২টার দিকে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি'র কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বিএনপির নেতাকর্মীরা প্রচার মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। প্রায় ২০ মিনিট ধরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে চলে যায়।

তিনি আরও বলেন, তিনদিন আগে মিছিলের বিষয়ে লিখিতভাবে কেএমপি পুলিশকে অবগত করা হয়েছে। কিন্তু মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। আগামীকাল বুধবার বিকাল ৩টায় খুলনা-২ আসনে পুনরায় মিছিলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 

বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর