১০ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৮

চট্টগ্রাম পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সামগ্রী চট্টগ্রাম পৌঁছেছে। আজ সোমবার সকালে প্যাড-সিলসহ ১২ রকমের নির্বাচনী সামগ্রী নগরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে গত রবিবার স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্ট্যাপলার পিন আনতে ঢাকায় নির্বাচন ভবনে যান জেলা নির্বাচন কার্যালয়ের একজন কর্মকর্তা। এসব সামগ্রী চট্টগ্রাম পৌঁছায়।  

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘প্যাড-সিলসহ ১২ রকমের নির্বাচনী মালামাল চট্টগ্রামে এসে পৌঁছেছে। ব্যালট পেপার আনাটা বাকি আছে। তবে ব্যালট পেপার আসতে আরও সময় লাগবে।’

জানা যায়, এবার চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা পড়েছে ১৮০টি। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ৪৭টি। জেলা নির্বাচন অফিসের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামে ভোটার ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ১২ হাজার ৭২ এবং মহিলা ২৭ লাখ ২৫ হাজার ৩৮৯ জন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর