১০ ডিসেম্বর, ২০১৮ ২১:১৬

কুড়িগ্রামে প্রতীক পেলেন ৩৬ প্রার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে প্রতীক পেলেন ৩৬ প্রার্থী

কুড়িগ্রামের ৪টি আসনে ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৪জন স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন দলের হয়ে ৩২ জন নির্বাচনী লড়াই লড়বেন। ৪টি আসনের মধ্যে ৩টি আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকলেও কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ১৩ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৮ জন, কুড়িগ্রাম-২ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-১ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসক হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বিতরণ করেন- জেলা রিটার্নিং অফিসার সুলতানা পারভীন।

কুড়িগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী না থাকায় ৭জনকে দলীয় প্রতীক দেয়া হয়। তারা হলেন, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ (লাঙ্গল), বিকল্পধারা বাংলাদেশের আবুল বাশার (কুলা), গণফোরাম ঐক্যফ্রন্ট আ ম সা আ আমিন (ধানের শীষ), কমিউনিস্ট পার্টির উপেন্দ্র নাথ রায় (কাস্তে), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুর রশিদ (আম), ইসলামী আন্দোলনের মোকছেদুর রহমান (হাতপাখা) ও বাসদের মোনাব্বর হোসেন (মই) প্রতীক পেয়েছেন।

কুড়িগ্রাম-৩ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলীয় ৮জনকে প্রতীক দেয়া হয়। তারা হলেন, বিএনপির তাসভীর উল ইসলাম (ধানের শীষ), আওয়ামী লীগের অধ্যাপক এমএ মতিন (নৌকা), জাতীয় পার্টির ডা. আক্কাছ আলী সরকার (লাঙ্গল) ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা মিঞা (হাতপাখা), কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান (গামছা), কমিউনিস্ট পাটির্র দেলওয়ার হোসেন (কাস্তে), জাতীয় পার্টির (জেপি) মনজুরুল হক (বাইসাইকেল), বাসদের সাইদ আখতার আমীন (মই) প্রতীক পেয়েছেন।

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির আজিজুর রহমান (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ আসরাফ উদ-দৌলা (লাঙ্গল), ইসলামী আন্দোলনের আনছার উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মই), আবুল বাশার মঞ্জু মই (প্রতীক), গণতন্ত্রী পার্টির আব্দুস সালাম কালাম (কবুতর), আওয়ামী লীগের জাকির হোসেন (নৌকা), ওয়ার্কাস পার্টির মহিউদ্দিন আহমেদ (কোদাল) গণফোরামের মাহফুজার রহমান (উদীয়মান সূর্য্য), জাকের পার্টির শাহ আলম (গোলাম ফুল) প্রতীক নিয়ে নির্বাচন করবেন। 

কুড়িগ্রাম-১ আসনেও কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলীয় প্রার্থীদের প্রতীক দেয়া হয়। এখানে দলীয় প্রতীয় পেয়েছেন- আওয়ামী লীগের আসলাম হোসেন সওদাগর (নৌকা), জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল), বিএনপির সাইফুর রহমান রানা (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আব্দুর রহমান প্রধান (হাতপাখা), জাকের পার্টির আব্দুল হাই (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির জাহিদুল ইসলাম (আম), জাতীয় পার্টি (জেপি)’র রশীদ আহমেদ (বাইসাইকেল) ও তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবির রাসেল (ফুলের মালা)।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর