Bangladesh Pratidin

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০১৮ ০৯:১৬ অনলাইন ভার্সন
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৮
'ধানের শীষে ডাক দিয়েছে' গানের সিডির মোড়ক উন্মোচন (ভিডিও)
অনলাইন ডেস্ক
'ধানের শীষে ডাক দিয়েছে' গানের সিডির মোড়ক উন্মোচন (ভিডিও)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গানের সিডি উন্মোচন করেছে বিএনপি। 'ধানের শীষে ডাক দিয়েছে' নামক গানের ওই সিডির মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করা হয়।

সিডিতে যেসব গান রয়েছে, সেগুলো হলো:-

১. 'আল্লাহ... আল্লাহ
আর কত সইবো মোরা অন্যায়- অবিচার
রহম করো তুমি মাওলা,হে পরোয়ার দিগার
মায়ের মুক্তি ছাড়া মোরা ঘরে ফিরবো না আর...'

২. ধানের শীষে ডাক দিয়েছে
আয়রে ছুটে আয়।

৩. 'দে দে সিল মেরে দে
তোরা দেরি করিস না...'

৪. 'ভোট দাও, ভোট দাও জাতীয় ঐক্যফ্রন্টকে ভোট দাও
ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও...'

৫. 'যদি ভোরের সূর্য, আযানের ধ্বনি 
পাখির কলরবে...'

৬. 'গুনে-জ্ঞানে সারাদেশ জুড়ে যার সুনাম
সে যে মোদের মির্জা ফখরুল ইসলাম...'

গান রচনা ও পরিচালনায় ছিলেন এম হুমায়ুন কবির, সুর ও সংগীত- মকসুদ জামিল মিন্টু, মুহিন খান, মৌসুমী আশেকান ও রুখসার রহমান। সৌজন্যে- মো. আমিনুল ইসলাম, প্রযোজনা ও পরিবেশনা- জিয়া শিশু একাডেমি।

ভিডিও: 

বিডি প্রতিদিন/কালাম

আপনার মন্তব্য

up-arrow