১১ ডিসেম্বর, ২০১৮ ১১:৪১

শহীদ মিনারে ফুল দিয়ে বামজোটের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক

শহীদ মিনারে ফুল দিয়ে বামজোটের নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে আটদলীয় বাম গণতান্ত্রিক জোট।

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বামজোটের নেতারা বলেছেন, আওয়ামী লীগ বিএনপির বিকল্প নয়। বিএনপিও আওয়ামী লীগের বিকল্প নয়। ৯৯ শতাংশ জনগণের স্বার্থ রক্ষায় প্রকৃত বিকল্প হচ্ছে বামজোট।

বক্তরা বলেন, নীতি-নিষ্ঠার অবস্থান থেকে লুটেরা শাসনের অবসান ঘটাতে এবার নির্বাচনে অংশ নিয়েছেন বামজোটের প্রার্থীরা।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বামজোটের নির্বাচনী প্রচারণা শুরুর সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মো. শাহ আলম, কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর