১১ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৮

বরিশালে দ্বিতীয় দিনের প্রচারণায় ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দ্বিতীয় দিনের প্রচারণায় ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

বরিশালে দ্বিতীয় দিনের প্রচারণা চালিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা বরিশাল আদালত চত্ত্বরে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকধারী অ্যাডভোকেট একেএম মুর্তজা আবেদীন। এ সময় তিনি এইচএম এরশাদের আমলের উন্নয়নের কথা তুলে ধরে আবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। 

এদিকে সদর আসনে বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সকাল ১১টার আদালত চত্ত্বরসহ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে গণসংযোগ করেন। এ সময় সরোয়ার, বরিশালের উন্নয়ন এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান বিএনপি প্রার্থী সরোয়ার। গণসংযোগকালে সরোয়ারের সাথে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকায় অবস্থান করায় প্রচারণায় অংশ নিতে পারেননি সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর