১১ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৮

দিনাজপুরে ২ হাজার নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ২ হাজার নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল উন্নয়নকে অব্যাহত রাখতে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বির নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের ২ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। 

মঙ্গলবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির হাতে নৌকা প্রতিক ফুল দিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২ হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। 
 
এসময় যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে দিনাজপুর-৩ আসনের প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে নিরলসভাবে কাজ করেছে আওয়ামী লীগ সরকার। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বদলে গেছে বাংলাদেশ। বদলে গেছে মানুষের জীবনমান। জনগণের দৌড়গড়ায় পৌঁছে দিয়েছে যে কোন সেবা। দিনাজপুরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমার স্বপ্ন কর্ম, চেষ্টা, সমৃদ্ধ বাংলাদেশ। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। তাই নৌকায় ভোট দিয়ে দিনাজপুরসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির হাতে নৌকা প্রতিক ফুল দিয়ে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রাজ চৌধুরী, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, সহ সাধারণ সম্পাদক মো. মুন্না, সাংগঠনিক সম্পাদক সাহাবুব, সহ সাংগঠনিক সম্পাদক রমজান, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, দপ্তর সম্পাদক মো. রেজু, সড়ক সম্পাদক শামসুল আলমসহ ২ হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। 

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সহ-সভাপতি ও আওয়ামী লীগে যোগদানকারী সাইফুর রাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, সাইফুল ইসলাম প্রমুখ। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর