১১ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫২

'ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ নির্বাচন চ্যালেঞ্জ'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ নির্বাচন চ্যালেঞ্জ'

ফাইল ছবি

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধর করার জন্য এ নির্বাচনকে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ চট্টগ্রাম নগরীতে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধর করার জন্য এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। জনগণ আমাদের সাথে আছে। সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।

পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে আবদুল্লাহ আল নোমান বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা। সরকার আসবে সরকার যাবে কিন্তু আপনারা দায়িত্বে থাকবেন। আপনাদের কাছ থেকে কোন অনৈতিক সহযোগীতা চাই না। শুধু আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে করবেন এই নিশ্চয়তা চাই ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহম্মেদ চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, আশরাফ চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর