শিরোনাম
১২ ডিসেম্বর, ২০১৮ ১৮:২০

তাড়াশে বিএনপির নির্বাচনী সভায় হামলা-গাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি:

তাড়াশে বিএনপির নির্বাচনী সভায় হামলা-গাড়ি ভাঙচুর

নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই সিরাজগঞ্জে ভোটের মাঠ উত্তপ্ত হয়ে ওঠছে। প্রতিদিনই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে। আজ বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভা চলাকালে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে পথসভা পন্ড করে দিয়েছে। এসময় দু'টি গাড়ি ভাঙচুুর করা হয়েছে। 

বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার অভিযোগ করেন, বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভা চলাকালে অতর্কিতভাবে হামলা চালিয়ে পথসভা পন্ড করে দেয়া হয়। এসময় দুবৃর্ত্তরা তার দু'টি গাড়ি ভাঙচুর করেছে। হামলায় ৫ জন আহত হয়েছে বলেও বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন। 

এ বিষয়ে বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হাসান জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বিনোদপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী সভা চলছিল। বিএনপিকে নিষেধ করা সত্ত্বেও তারা সেখানে পথসভার আয়োজন করে এবং উস্কানিমূলক বক্তব্য দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে এঘটনা ঘটে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ রহমান জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর