১২ ডিসেম্বর, ২০১৮ ২১:১১

কুলিয়ারচরে বিএনপির নির্বাচনী সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কুলিয়ারচরে বিএনপির নির্বাচনী সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির নির্বাচনী সমাবেশ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির প্রার্থী শরীফুল আলম, পুলিশের এসআই আহসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ বিএনপির তিনজন কর্মীকে গ্রেফতার করে। আজ বুধবার সন্ধ্যার পর ওসমানপুর ইউনিয়নের চমুরি বাজারে এ ঘটনা ঘটেছে।

বিএনপি প্রার্থী শরীফুল আলম জানান, নির্বাচনী সমাবেশে চলার শেষ পর্যায়ে তিনি নিজে বক্তৃতা করছিলেন। এ সময় পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সদস্যসহ 
আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে তিনি পায়ে আঘাত পান। এছাড়া ১৫ জনের মত আহত হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা জানিয়েছেন, নির্বাচনী সমাবেশের কাছ দিয়ে পুলিশের গাড়ি যাবার সময় বিএনপির সমাবেশ থেকে গাড়িতে হামলা করা হয়। পরে পুলিশও পাল্টা হামলা চালায়। এতে পুলিশের এসআই আহসান আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর