Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৭
বিএন‌পি-জামায়াত ক‌রে কোন লাভ নেই: এনামুল হক শামীম
শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি:
বিএন‌পি-জামায়াত ক‌রে কোন লাভ নেই: এনামুল হক শামীম

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম এনামুল হক শামীম ব‌লেছেন, বিএন‌পি-জামায়াত ক‌রে কোন লাভ নেই। বিএন‌পি-জামায়াত কর‌লে দেশ অধপত‌নে যায়। আর আওয়ামী লীগ কর‌লে দে‌শ উন্নত হয়। আজ বৃহস্পতিবার বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে ন‌ড়িয়া উপ‌জেলার পাঠান বাড়ি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে মোক্তারেরচর ইউনিয়ন অাওয়ামী লীগের কর্মীসভায় এসে তি‌নি এসব কথা ব‌লেন।

‌তি‌নি আরও ব‌লেন, শরীয়তপুর-২ আস‌নে বিএন‌পির প্রচার প্রচারণায় কোন বাধা নেই। তুবও বিএন‌পি না‌লিশ ক‌রে। বিএন‌পি হ‌চ্ছে নালিশ পা‌র্টি। 
শামীম ব‌লেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখলে অবহেলিত শরীয়তপুরে আর অবহেলিত গ্রাম থাকবে না। সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লাগবে। জন-জীবনের সব সমস্যার সমাধান হবে। উন্নত ও সমৃদ্ধশালী নড়িয়া-সখিপুর গড়তে হলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন সময়ে এ অঞ্চলে স্কুল-কলেজ, সড়ক, সেতুসহ ব্যাপক গ্রামীণ অবঠামোর উন্নয়নমূলক কাজ হয়েছে। তাই এ এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী প্রধানমন্ত্রী‌ ‌শেখ হা‌সিনা‌কে চুতর্থ বা‌রের মত প্রধানমন্ত্রী বানা‌তে হ‌বে। 

এ সময় ওহাব বেপারী, হাজি খবিরুজ্জামান বাচ্চু, জহির সিকদার, নাজমা সিকদার, শহিদুল ইসলাম বাবু, হাসানুজ্জামান, আলাউদ্দিন, শাহ আলম চকিদার, নরুল ইসলাম ঢালী, মোকবুল মোল্যা, অ্যাডভো‌কেট  সেকেন্দার, শাহ আলম মাস্টার, এম এ হক, জুলহাস বেপারী, হাচান  মাদবর,শের আলী মাদবর, আনোয়ার, মোস্তফা সিকদার,জাফর শেখ, জলিল শেখ, রফিক হাওলাদার কামাল মৃধা, দোলোয়ার আকন্দ, কবির উজ্জামান, হুমায়ন খালাসি, সিরাজ বেপারী, আজিজুল মৃধা, সাইদ বেপারী, হানিফ মৃধাসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow