১৩ ডিসেম্বর, ২০১৮ ২১:০২

'ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির কৌশল'

ঠাকুরগাঁও প্রতিনিধি:

'ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির কৌশল'

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রাথী মির্জা ফখরুল আলমগীরের গাড়িবহরে হামলা সাজানো ও নির্বাচনী কৌশল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও একই আসনের প্রার্থী রমেশ চন্দ্র সেন।

আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের কলেজপাড়া এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

তিনি আরও বলেন, ফখরুলের গাড়িবহরে হামলার পূর্বে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বিএনপির একাংশের মধ্যে দলীয় কোন্দল হয়। সেই কোন্দলের কারণেই বিএনপির নেতাকর্মীরা ফখরুলের গাড়িতে হামলা করে। আওয়ামী লীগের লোকজন ফখরুলের গাড়িতে হামলা করেনি। নিজেদের গাড়িতে নিজেরাই হামলা চালিয়ে সেই দায়ভার আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে। যা সম্পূর্ণ মিথ্যা। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আল টুলু, উপ-দপ্তর সম্পাদক এ্যাড. নাসিরুল ইসলাম নাসির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাধারণ সধারণ মোশারুল ইসলাম সহ আ. লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর