১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১২

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ দফার ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি।

শুক্রবার (১৪ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী অফিসে এ ইশতেহার ঘোষণা করেন পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী ও সাবেক পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধশতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় পার্টি নতুনভাবে ১৮ দফা কর্মসূচি ঘোষণা করছে।

জাতীয় পার্টির ইশতেহারে যেসব বিষয়গুলো প্রধান্য পেয়েছে তা হলো- প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুই স্তর বিশিষ্ট সরকার কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, কৃষকের কল্যাণ সাধন, সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্থিতিশীল রাখা, ফসলি জমি নষ্ট না করা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা পদ্ধতির সংশোধন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ইত্যাদি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর