১৫ ডিসেম্বর, ২০১৮ ১৭:০৬

চকরিয়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের বিএনপি প্রার্থী হাসিনা আহমদের নির্বাচনী গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী ও সাফারী পার্ক এলাকায় পৃথক এ হামলার ঘটনা ঘটে। 

হামলায় বিএনপি প্রার্থী হাসিনা আহমেদকে বহনকারী গাড়িসহ ৭টি গাড়ী ভাংচুর করা হয়েছে। ছিনতাই হয়েছে ২টি মোটর সাইকেল। এসময় ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা চকরিয়ার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন চিরিঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আলী আহমদ, ছৈয়দ আলম, আবদুল মান্নান, হারুনর রশীদ, মনজুর আলম। অন্য আহতদের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর মনজুর আলম নামের সাবেক ইউপি সদস্যকে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শনিবার সকাল ১০টার দিকে বিএনপির প্রার্থী হাসিনা আহমেদ ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। ফেরার পথে ১১টার দিকে সাফারী পার্ক গেট এলাকায় লাঠি হাতে সশস্ত্র দুর্বৃত্তরা হাসিনা আহমদের গাড়িতে হামলা চালায়। এসময় তার গাড়ীসহ ৭টি গাড়ি ভাংচুর করা হয়। বাদ যায়নি সাংবাদিক বহনকারী গাড়িও।  

বিএনপির প্রার্থী হাসিনা আহমেদ বলেন, নির্বাচনী প্রচারাভিযানে পথে পথে বাধা দিচ্ছে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন। এমনকি আমাদের কর্মীদের উপর পুলিশের উপস্থিতিতেও হামলা চালানো হয়। চকরিয়া-পেকুয়ার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন। ৩০ ডিসেম্বর জনগণ এর জবাব দেবেন। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর