১৫ ডিসেম্বর, ২০১৮ ২১:০০

‌'সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে আছে'

কুমিল্লা প্রতিনিধি

‌'সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে আছে'

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, আর স্বাধীনতা পেয়েছে বলেই সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ।

শনিবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা লালমাই উপজেলার পেরুল দক্ষিণ, বেলঘর ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, আমাদের জিডিপি প্রবৃদ্ধির রেকর্ড ৭.৮৬ শতাংশ হয়েছে। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১.৭৫১ মার্কিন ডলার। দারিদ্র্যের হার কমে ২১.৮ ভাগে হয়েছে। ৭ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডেল্টা প্লান ২১০০ প্রণয়ন করা হয়েছে। দেশের বেকার যুব সমাজের জন্য ১০০টি বিশেষ অঞ্চলের মত মেঘা প্রকল্প হাতে নেয়া হয়েছে। 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। তা ইতিহাসে বিরল। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশবাসীর সিদ্ধান্ত নিতে হবে আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। 

এসময় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা গোলাম জিলানী, অধ্যাপক আলমগীর হোসেন অপু, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহীন, কুমিল্লা সদর দক্ষিণ যুবলীগের আহ্বায়ক মোতালেব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর