Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০১৮ ০১:০৫ অনলাইন ভার্সন
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮ ০৪:০৯
২২ ডিসেম্বরের পর প্রশাসন সরকারের কথা শুনবে না: কাদের সিদ্দিকী
অনলাইন ডেস্ক
২২ ডিসেম্বরের পর প্রশাসন সরকারের কথা শুনবে না: কাদের সিদ্দিকী
ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রোডমার্চ করছেন। পথিমধ্যে এক জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২২ ডিসেম্বরের পর প্রশাসন সরকারের কথা শুনবে না। হামলা-ধরপাকড়ও তখন থাকবে না। 

ঐক্যফ্রন্টের নেতারা শনিবার রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ শহরে পৌঁছে স্থানীয় প্রার্থী (ময়মনসিংহ-৪) আবু ওয়াহাব আকন্দের সমর্থনে পথসভা করেন। এসময় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।

জনসভায় এক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow