১৭ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৬

সিলেটে পোস্টারে এগিয়ে নৌকা, পিছিয়ে ধানের শীষ

সিলেট ব্যুরো

সিলেটে পোস্টারে এগিয়ে নৌকা, পিছিয়ে ধানের শীষ

মাত্র কয়েক দিন বাকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ভোট চাইতে ইতোমধ্যে ঢাকঢোল পিটিয়ে সড়কে সড়কে পাড়া মহল্লা, বাজার, মার্কেট ঘুরছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণায় সরকারি দলের প্রার্থী সরব। তবে পিছিয়ে নেই বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। তারা নির্বাচনী মাঠে প্রচারণার উঠেপড়ে লেগে আছেন।

সিলেট-১ আসন নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, পোস্টার চোখে পড়লে সর্বত্র নৌকা প্রতীকের পোস্টার। প্রার্থীদের কেউ কেউ বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প অফিস বসিয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীর পক্ষে কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। কিন্তু ধানের শীষের কোনো প্রার্থীকে সঙ্গে নিয়ে গণসংযোগ, পথসভা, সমাবেশ ছাড়া মাঠে প্রার্থীর পক্ষে কোথাও কাউকে ভোট চাইতে বা কাজ করতে দেখা যায়নি। 

সিলেট নগরীর রাস্তার পাশে ধানের শীষের পোস্টার সাঁটানোও কম চোখে পড়ে। পোস্টারে এগিয়ে আওয়ামী লীগের নৌকা, পিছিয়ে বিএনপি-ঐক্যফ্রন্ট এর ধানের শীষ। 

সিলেটে প্রার্থীরা বিভিন্ন পাড়া মহল্লা, বাজারের দেকানী পথচারীদের লিফলেট বিতরণ করছেন। গণসংযোগ পথসভায় সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের এ কে আব্দুল মোমেন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র খন্দকার আবদুল মুক্তাদির (ধানের শীষ) প্রতীক পাওয়ার পর থেকে মাঠে প্রচারণায় রয়েছেন। তারা নিজেদের পক্ষে ভোট চাইতে দলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত মাঠ সবর করছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পাশাপাশি বিএনপি এবার মাঠে থাকায় জমে উঠছে ভোটযুদ্ধ। প্রতীক পাওয়ার রাত থেকেই প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন মাঠে। তবে অন্যান্য নির্বাচনের ন্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারে ছেয়ে যায়নি সিলেট নগরী। বিভিন্ন এলাকা ঘুরে বিএনপি’র ধানের শীষের প্রার্থীর পোস্টার কম চোখে পড়ে। পোস্টার সাঁটানোতে এগিয়ে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থীর। 

এদিকে সিলেট-১ আসন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ’র মো. দেওয়ানুল হক চৌধুরী (হাত পাখা) ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন’র মাওলানা নাসির উদ্দিন (বট গাছ), ন্যাশনাল পিপল্স পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রনব জ্যোতি পাল (মই), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট (আইওজে) মোহাম্মদ ফয়জুল হক (মিনার), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বোরহানাবাদী (হারিকেন) থাকলেও সিলেটে গণসংযোগ করতে ভোট চাইতে বা পোস্টার সাঁটানো তেমন একটা দেখা যায়নি।

বিডি প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর