১৭ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪২

কুমিল্লায় জেএসডি প্রার্থীসহ ২০ নেতাকর্মী কারাগার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় জেএসডি প্রার্থীসহ ২০ নেতাকর্মী কারাগার

প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় যুবলীগ নেতার উপর ঐক্যফ্রন্ট প্রার্থীর সমর্থিত নেতাকর্মীদের হামলার ঘটনায় জেএসডি মনোনীত প্রার্থীসহ বিএনপি ও এলডিপি’র ২০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন কুমিল্লার আদালত।
সোমবার কুমিল্লার আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এরা হলেন- চান্দিনা আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র মনোনীত প্রার্থী এলডিপি’র গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি অধ্যাপক মো. আবু তাহের, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ কাকুল, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, এলডিপি নেতা ছাতাড্ডা গ্রামের শাহজাহান, একই গ্রামের সাকিল আহেমদ, চাঁদসার গ্রামে মিঠু চৌধুরী, কুটুম্বপুর গ্রামের আগজর মেম্বার, একই গ্রামের শাহজাহান, এতবারপুর গ্রামের মাঈন উদ্দিন, নাটিঙ্গী গ্রামের জাহিদুল ইসলাম, শব্দুলপুর গ্রামের শাহজাহান, নাওতলা গ্রামে রফিক, গণিপুর গ্রামের মোশারফ হোসেন ভূইয়া, ফরিদপুর গ্রামের কবির হোসেন, হারং গ্রামের পিয়াল।

এর আগে আটক হওয়া ৩ জন হলেন- পৌর এলডিপি সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর গণতান্ত্রিক ছাত্রদল আহবায়ক তারেকুল ইসলাম বাবু এবং চিলোড়া গ্রামের এলডিপি নেতা শাহ আলম।

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর