১৭ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫১

খুলনায় পর্যায়ক্রমে ইভিএম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় পর্যায়ক্রমে ইভিএম প্রদর্শনী

খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ইভিএম প্রদর্শনী করা হবে। নতুন এ প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সোমবার বিকালে ওয়ার্ড কাউন্সিলর ও সচিবদের সাথে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিষয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন এ কথা বলেন।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

রিটার্নিং অফিসার বলেন, প্রথমবারের মত খুলনা-২ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ কারণে সকল ওয়ার্ডের ভোটারদেরকে ইভিএম বিষয়ে সচেতন করতে কাউন্সিলর ও সচিবদের প্রতি আহ্বান জানান। একই সাথে নির্বাচনী আচরণবিধি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন, উপ-পুলিশ কমিশনার এহসান শাহ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর