১৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৬

বগুড়াবাসীকে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার আহবান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়াবাসীকে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার আহবান

বিরোধিদলীয় চীফ হুইপ ও বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, বগুড়া-৬ সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর এমপি বলেছেন, বগুড়ার মানুষ তাদের উন্নয়নের স্বার্থেই মহাজোট প্রার্থীকে বিজয়ী করবে। উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়ার মানুষ এখন শান্তি ও উন্নয়নের রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সদর উপজেলাবাসী বগুড়ার স্থানীয় ব্যক্তিকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে সংসদে পাঠাবে।

বিগত ৫ বছর এমপি হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা অব্যহত ছিল। আগামীতেও বগুড়ার সার্বিক উন্নয়নে কাজ করব। জাতীয় পার্টি জনগণের কল্যাণের রাজনীতি করে। তাই দেশবাসীর সার্বিক কল্যাণে মহাজোট গঠন হয়েছে। বিজয়ের মাসে আরো একটি বিজয়ের জন্য তিনি সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

তিনি সোমবার বিকেলে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও সকালে হোমিও চিকিৎসকদের সাথে মতবিনিময়কালে কথাগুলো বলেন। 

আজ বেলা ১১ টায় বগুড়া শহরের নারুলীতে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ এবং সদর উপজেলার হোমিও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: আইয়ুব হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা: এসএম মিল্লাত হোসেন, ডা: মোস্তফা আলম, ডা: আব্দুল খালেক, ডা: মুঞ্জুরুল আলম লিটন, ডা: হুমায়ন কবীর, ডা: আতিকুর রহমান সুমন, ডা: শাহ গাজী, ডা: শফিকুল ইসলাম, ডা: আব্দুল মতিন, ডা: প্রমিত কুমার মন্ডল, ডা: সাহাবুদ্দিন, ডা: এহতেশাম আহমেদ, ডা: আব্দুল আলীম। সভায় স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদ, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন নেতৃবৃন্দ প্রমুখ। 

এসময় হোমিও চিকিৎসকরা সদর আসনে মহাজোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে লাঙ্গল মার্কা বিজয়ী করার আহবান জানান। বিকেলে রাজাপুর ইউপির ফনির মোড়, মন্ডলধরন, জয়বাংলা হাট, কুটুরবাড়ী, মেঘাগাছা চান্দের বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও গনসংযোগে অংশগ্রহন করেন মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর। 

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, আইয়ুব হোসেন, জাপানেতা সানাউল­াহ ছানা, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, সফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, সুলতান আহম্মেদ, শরিফুল ইসলাম বাবু, ইলিয়াস আহম্মেদ নাজমু প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর