১৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৬

'এবারের নির্বাচনে ক্ষমতায় এলে বগুড়ায় বিমানবন্দর হবে'

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

'এবারের নির্বাচনে ক্ষমতায় এলে বগুড়ায় বিমানবন্দর হবে'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ আব্দুল মান্নান বলেছেন, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু উন্নয়নের চাকা সামনে ঘুরাতে হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসলে বগুড়ায় বিমানবন্দর চালু করা হবে।

আজ সোমবার দুপুরে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বগুড়া শহরের নবাবাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে স্থানীয় প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংসদ আব্দুল মান্নান সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ‘গত ১০ বছরে সোনাতলা-সারিয়াকান্দি এলাকায় যমুনার ভাঙন রোধ করেছি, নির্বাচনী এলাকায় ব্রিজ কালভার্ট, স্কুল-কলেজ, রাস্তাঘাট এমন কোনো জায়গা নেই সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।’
শুধু সোনাতলা সারিয়াকান্দিতে নয়, বগুড়া জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ৬ বার নির্বাচন করেছি, কখনো জয়ী হয়েছি, কখনো পরাজয় হয়েছে। বগুড়ার সাংবাদিকরা দল মত নির্বিশেষে আমাকে সমর্থন করেছে, সহযোগিতা করেছে। এবারের নির্বাচনেও আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।’

মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নসহ কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর