১৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৫

'শেখ হাসিনা গণমাধ্যম কর্মীদের অবাধ স্বাধীনতা দিয়েছেন'

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

'শেখ হাসিনা গণমাধ্যম কর্মীদের অবাধ স্বাধীনতা দিয়েছেন'

মহাজোট প্রার্থী সেখ সালাহ্ উদ্দিন জুয়েল

খুলনা-২ আসনে মহাজোট প্রার্থী সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব একজন প্রধানমন্ত্রী। বাংলাদেশে ৪০টির বেশি টেলিভিশন, হাজারের বেশি পত্রিকা, ২৫টির মত রেডিও এবং অসংখ্য অনলাইন পত্রিকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান হয়েছে। গণমাধ্যম এবং এর সাথে জড়িত কর্মীদের অবাধ স্বাধীনতা দিয়েছেন প্রধানমস্ত্রী। 

আজ সোমবার খুলনা প্রেস ক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে শেখ জুয়েল এসব কথা বলেন। 

স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাহিদ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক এ কে হিরু, শেখ আবু হাসান, মো. সাহেব আলী, সুবীর রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মোজাম্মেল হক হাওলাদার, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান রিয়াজ, নেয়ামুল হোসেন কচি, মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, এস এম ফরিদ রানা, সুনিল দাস, দেবব্রত রায়, মোস্তফা কামাল আহমেদ, মামুন রেজা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর