১৭ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৩

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি : মেজর হাফিজ

ভোলা প্রতিনিধি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি : মেজর হাফিজ

নিজেকে অবরুদ্ধ দাবি করে ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী এবং দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমি নির্বাচনে প্রচার-প্রচারণায় বের হতে পারছি না। যে অবস্থা বিরাজ করছে তা অব্যাহত থাকলে নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি বলেও তিনি জানান।  

সোমবার সন্ধ্যায় লালমোহনস্থ নিজ বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর হাফিজ। এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনী ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আজ্ঞাবহ নির্বাচন কমিশন বসিয়ে দেয়া হয়েছে পছন্দের দলকে বিজয়ী করে দেয়ার জন্য। তবুও জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে ধানের শীষ জয় লাভ করবে জানান তিনি। 

মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ ভালো করেই  জানে সুষ্ঠু নির্বাচন হলে কি হবে। তাই ক্ষমতায় বসে নির্বাচন দিয়েছেন। সারা পৃথিবীতে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হয়। বাংলাদেশেই একমাত্র তার বতিক্রম। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর