১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:১৮

পিরোজপুর-১ : সন্ত্রাসী হামলায় সিপিবি’র প্রার্থী ডা.তপন বসু আহত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ : সন্ত্রাসী হামলায় সিপিবি’র প্রার্থী ডা.তপন বসু আহত

আহত সিপিবি’র প্রার্থী ডা.তপন বসু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র মনোনীত প্রার্থী ডা. তপন বসু (৬৮) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। 

সোমবার রাত ৮টার দিকে শহরের ল’ইয়ার্স প্লাজায় তার নিজস্ব ডাক্তারী চেম্বারে এ হামলার শিকার হন বলে জানান পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক। আহত অবস্থায় তিনি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আহত ডা. তপন বসু জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তাকে কয়েক দিন যাবত বিভিন্ন হুমকি দেয়া হচ্ছিল এবং নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্যই তার  উপর হামলা চালানো এ হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, রাত ৮ টার দিকে শহরের পোষ্ট অফিস সড়কের ল’ইয়ার্স প্লাজার নিচ তলায় নির্বাচনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ডা. তপন বসু নিজস্ব চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা চেম্বারে প্রবেশ করে হামলা চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে  আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর