১৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৩

সিরাজগঞ্জ-২ আসনে জমে উঠেছে আওয়ামী লীগ বিএনপির ভোটের লড়াই

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-২ আসনে জমে উঠেছে আওয়ামী লীগ বিএনপির ভোটের লড়াই

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মুল্লাত মুন্না ও বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ দুজনই ক্লিন ইমেজের অধিকারী। ভোটের মাঠেও দু'জনের লড়াই জমে উঠেছে।  

আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরে মেজাজে ভোটের মাঠে প্রচারণা চালালেও বিএনপি প্রার্থী নানা বাধা-বিপত্তি নিয়ে ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, গত ১০ বছরে জেলায় যত উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর এতো উন্নয়ন হয়নি। প্রতিটি ইউনিয়নে সরকারের উন্নয়নের ছোয়া লেগেছে। সদর ও কামারখন্দের মানুষ শান্তিতে বাস করছে। মানুষ এখন উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ দুটোই করছে। এ কারণে এ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। 

বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ বলেন, সিরাজগঞ্জের উন্নয়নে বিএনপি ব্যাপক ভূমিকা রেখেছে।  উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের কথা বলার অধিকার ফিরে পেতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দের জনগণ বিএনপিকেই বেছে নিবে বলে তিনি বিশ্বাস করছেন।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর