১৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৩

কলাপাড়ায় বিএনপিতে ঐক্যের সুর

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ায় বিএনপিতে ঐক্যের সুর

১১৪ পটুয়াখালী-৪ কলাপাড়া ও রাঙ্গাবালী আসনের দ্বিধাবিভক্ত বিএনপির বিরোধের অবসান হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় তিন বছর ধরে এ উপজেলা বিএনপি দু’ভাগে বিভক্ত ছিল। 

এক গ্রুপের নেতৃত্ব দিতেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। অপর গ্রুপের নেতৃত্ব দিতেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুজ্জামান মনির।  কলাপাড়া পৌর শহরের  সবুজবাগস্থ বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মনিরের বাসায় সমঝোতার বৈঠকের মাধ্যমে দ্বিধাবিভক্ত বিএনপি’র বিরোধের অবসান হয়েছে। এ বৈঠকেই পেছনের বিরোধ ভুলে গিয়ে উভয় নেতা একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে বি এন পি’র একাধিক সূত্রে জানা গেছে। 

জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, কখনোই দ্বিধাবিভক্ত নয়, কোনো সময়ই বিরোধ ছিলো না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় গঠনতান্ত্রিক গনতন্ত্রে নেতৃত্বের প্রতিযোগীতায় মনের মিলের অভাবে কিছু নেতা দূরে সরে গিয়েছিল। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়া বিএনপি’র নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্বে মো. মনিরুজ্জামান মনিরের কলাপাড়া পৌর শহরের বাসায় এক মিলনমেলা ও ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর