১৯ ডিসেম্বর, ২০১৮ ০৬:০৮

সাতক্ষীরা-৩ : নির্বাচনী কার্যালয় থেকে বিএনপির ৫০ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক

সাতক্ষীরা-৩ : নির্বাচনী কার্যালয় থেকে বিএনপির ৫০ নেতাকর্মী আটক

প্রতীকী ছবি

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় থেকে কমপক্ষে ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এসব নেতাকর্মীদের আটক করা হয়।

এদিন কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংসদ সদস্য প্রার্থী ডা. শহীদুল আলম নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলাপকালে পুলিশ তাদের আটক করে। এসময় দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকেও  

ডা. শহিদুল আলম জানান, তিনি নির্বাচনের দিন বিভিন্ন স্থানে পোলিং এজেন্ট ঠিক করার জন্য নেতাদের নিয়ে আলোচনা করছিলেন। এসময় পুলিশ তাদের অফিস ঘিরে ফেলে। সেখান থেকে কমপক্ষে ৫০-৫২ জন নেতাকর্মীকে আটক করে তারা। 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন, সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। কার বিরুদ্ধে কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।  


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর