১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪০

উঠান বৈঠকে পুলিশের বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

শেরপুর প্রতিনিধি

উঠান বৈঠকে পুলিশের বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

প্রতীকী ছবি

গণসংযোগে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন শেরপুর ৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বুধবার সকালে শ্রীবর্দী উপজেলার রানী শিমুল ইউনিয়নে উঠান বৈঠকে গণসংযোগে গেলে এ বাধার সম্মুখীন হন বলে তিনি জানান। এসময় শফিউল আলম নামে এক সমর্থককে আটক করে পুলিশ। 

মাহমুদুল হক রুবেল বলেন, সকাল ১০টার দিকে গণসংযোগে এসে রানী শিমুল গ্রামে জালাল উদ্দিনের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উঠান বৈঠকে পুলিশ বাধা দেয় এবং চারিদিক দিয়ে পুলিশ আমার সমর্থকদের ঘিরে রেখে। এসময় মানুষজন উঠান বৈঠক থেকে চলে যায়। 

এবিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানায়, বিষয়টি তার জানা নেই। তবে জেলার সর্বত্র নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরা অব্যাহত রয়েছে। তবে নির্বাচনী প্রচারণা চলাকালে কাউকে আটক অথবা গ্রেফতার করা হচ্ছে না।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর