১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:১৭

গণসংযোগে বাধা দেয়াকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গণসংযোগে বাধা দেয়াকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

গণসংযোগে বাধা দেওয়া কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে বিএনপির প্রার্থী সাবেক এমপি আবু হেনা নেতা-কর্মীদের নিয়ে উপজেলার গোয়ালকান্দি বাজারে গণসংযোগে যান। এ সময় সেখানে ঝাটা হাতে নারীরা তার পথ রোধ করে। বাধার মুখে সেখান থেকে ফিরে গিয়ে হামিরকুৎসা বাজারে যান আবু হেনা। সেখানে গণসংযোগ শুরু করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবু হেনাকে সেখান থেকে চলে যেতে বলে।

এরপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাধার মুখে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। এসময় আওয়ামী লীগের লোকজনও বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছালে চলে যান বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া জানান, ধানের শীষের প্রার্থী আবু হেনাকে নিয়ে উপজেলার গোয়ালকান্দি বাজারে নির্বাচনী গণসংযোগের সময় বাধা দেয়া হয়। সেখান থেকে ফিরে হামিরকুৎসা বাজারে গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেয়। তারা লাঠিসোটা নিয়ে বিএনপির প্রার্থীসহ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে তাদের ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপির এ নেতা।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু বলেন, জঙ্গিদের হাতে স্বজন হারা ও নির্যাতিত পরিবারের সদস্যরা আবু হেনাকে গণসংযোগে বাধা দেয়। তাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালায় এবং আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে পুলিশ পৌঁছার আগে উভয়পক্ষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। এ নিয়ে থানায় অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর