১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:৩১
ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী শামীম আরা

'পরিস্থিতি যাই থাকুক, ভোটের ফল পর্যন্ত মাঠে থাকব'

নিজস্ব প্রতিবেদক

'পরিস্থিতি যাই থাকুক, ভোটের ফল পর্যন্ত মাঠে থাকব'

পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সাধারণ মানুষকে নিয়ে ৩০ ডিসেম্বর ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন ঢাকা-১১ আসনের ধানের শীষের প্রার্থী মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমের সহধর্মিনী শামীম আরা বেগম। 

আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বাড্ডার, আদর্শনগর ও মোল্লা পাড়ায় গণসংযোগ করেন শামীম আরা বেগম।

তিনি আরও বলেন, ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখল করতে না পারে সেজন্য প্রস্তুত বাড্ডা-ভাটারা, হাতিরঝিল ও রামপুরাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা কেন্দ্র পাহাড়া দিন। ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না। আমরা সবাই মাঠে থাকবো।

এ সময় বিভিন্ন দোকানে গিয়ে ভোট ও দোয়া চান। প্রতিটি বাড়িতে গিয়ে মহিলাদের সঙ্গে সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। এ সময় তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ কারাবন্দি। তাকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি। দেশের গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ধানের শীষে ভোট দিন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর