১৯ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৬

শেরপুরে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর

শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের বাগবাড়ী বাজার এলাকায় বুধবার ভোরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সংসদের হুইপ এবং শেরপুর সদর আসনের সরকার দলীয় প্রার্থী আতিউর রহমান আতিক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতীক বরাদ্ধের পর থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বাগবাড়ীর নির্বাচনী অফিসটিতে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিল। বুধবার ভোরে একদল দুর্বৃত্ত অফিসটি ভাঙচুর করে। এসময় তিনি অভিযোগ করে আরও বলেন, সদর উপজেলায় বিএনপি একজন অর্বাচীন বাচ্চা মেয়েকে মনোনয়ন দিয়েছেন। এখানে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বীতা হবে না। কিন্তু সন্ত্রাসী কায়দায় পরিবেশ নষ্ট করার জন্য তারা তৎপরতা চালাচ্ছে। প্রার্থীর বাবা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী একজন কালো টাকার মালিক। কালো টাকা দিয়ে শান্ত শেরপুরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।   

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল ও আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশাসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর