২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩০

বিএনপির এক এমপির নামই হয়ে গেছে 'দৌড়' সালাহউদ্দিন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিএনপির এক এমপির নামই হয়ে গেছে 'দৌড়' সালাহউদ্দিন: প্রধানমন্ত্রী

পানি, বিদ্যুৎ সঙ্কটসহ নানা অনিয়মের কারণে বিএনপি আমলে তাদের সংসদ সদস্যরা (এমপি) ‘জনগণের ধাওয়া খেয়ে পালাতো’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির এমপিরা জনগণের রুদ্ররোষে পড়েছিল। তাদের এক এমপির নামই হয়ে গেল দৌড় সালাহউদ্দিন। কারণ জনগণ ধাওয়া দিয়েছিলো। পানি দিতে পারেনি, বিদ্যুৎ দিতে পারেনি। এই অবস্থা ছিলো।

সোমবার দুপুরে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঢাকা শহরেও অভাব ছিলো। পানি ছিলো না, পানির জন্য হাহাকার ছিলো। লোডশেডিং-ই বেশি থাকতো। বিদ্যুৎ ছিলো না। রাস্তা-ঘাটের করুণ অবস্থা ছিলো। পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ ছিলো। কিন্তু গত ১০ বছরে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। আজকে পানির সমস্যা নাই। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, সঞ্চালন বাড়িয়েছি। এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত বিদ্যুৎ দিয়েছি। কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি।’

জনসভায় ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের জন্যও ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত সবার সামনে মহাজোটের প্রার্থীদের পরিচয়ও করিয়ে দিয়ে আওয়ামী সভানেত্রী।

বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর