মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
বরিশাল-০২

মাঠে সরব আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক

মাঠে সরব আনিসুর রহমান

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের নির্বাচনী মাঠে, ভোটের মাঝে ব্যাপক সারা জাগিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনিসুর রহমান। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি দুই উপজেলার ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। বানারীপাড়া-উজিরপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন তিনি। মনোনয়ন প্রসঙ্গে সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান বলেন, আমার রাজনৈতিক শিক্ষক হচ্ছেন আধুনিক সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমি তার হাতে গড়া কর্মী এটাই আমার একমাত্র পরিচয়। তিনি আমাকে মনোনয়ন দেবেন বলে আমি আশা করছি। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, আনিসুর রহমান মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি সৎ-মেধাবী নেতা হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘ ৩০ বছর কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করছেন। সব নেতা-কর্মীর সঙ্গেই তার সুসম্পর্ক রয়েছে। দলের মধ্যেও সাবেক এই ছাত্রনেতাকে নিয়ে বিভেদ নেই। তিনি শেখ হাসিনার প্রতি আস্থাশীল। আনিসুর রহমান প্রথমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হন, এরপরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করেন। সাবেক এই ছাত্রনেতা সুবক্তা, বিতার্কিক ও কলাম লেখক হিসেবেও পরিচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর