বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপিতে সরোয়ারের ৪ প্রতিদ্বন্দ্বী

আওয়ামী লীগের প্রার্থী তালিকা দীর্ঘ

রাহাত খান, বরিশাল

বিএনপিতে সরোয়ারের ৪ প্রতিদ্বন্দ্বী

বরিশাল-৫ আসনে উপরে বাম থেকে আওয়ামী লীগের জেবুন্নেছা আফরোজ, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করীম, বিএনপির মজিবর রহমান সরোয়ার, আহসান হাবিব কামাল, বিলকিস জাহান শিরিন, এবায়দুল হক চাঁন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এবং জাতীয় পার্টির অধ্যাপক মহসিন-উল- ইসলাম হাবুল

গত ১০টি জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসনে বিএনপি ছয়বার, আওয়ামী লীগ দুইবার এবং জাতীয় পার্টি দুইবার বিজয়ী হয়েছে। তবে সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন চার বারের সাবেক এমপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। তবে মনোনয়নের আশায় লড়ছেন দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, সাবেক মেয়র আহসান হাবিব কামাল এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। জানতে চাইলে মজিবর রহমান সরোয়ার বলেন, আগামী দিনগুলো হবে প্রতিশোধের। আওয়ামী লীগ বাইরের লোক এনে প্রশাসনের সহায়তায় দস্যুর মতো বরিশালের (সিটি করপোরেশন) মানুষের ভোট কেড়ে নিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, এ আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের সুযোগ নেই।

অপর মনোনয়নপ্রত্যাশী বিলকিস জাহান শিরিন বলেন, দলের হয়ে ’৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার এই আসনে নির্বাচন করে এমপি হন মজিবর রহমান সরোয়ার। দলের মনোনয়নে দুইবার সিটি নির্বাচন করেছেন। একই ব্যক্তিকে বারবার ভোট দিতে উৎসাহ বোধ করেন না ভোটাররা। এখন পরিবর্তনের যুগ। নতুন এবং তরুণ ভোটাররা পরিবর্তন চায়। বরিশাল সদরে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকা দীর্ঘ। বরিশাল মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সাবেক মেয়র সাবেক এমপি শওকত হোসেন হিরণের মৃত্যুর পর উপনির্বাচনে এ আসনে এমপি নির্বাচিত হন তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ। তিনি আবারও মনোনয়ন চাইবেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালও আশা করছেন মনোনয়ন পাওয়ার। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, সালাউদ্দিন রিপন এবং আরিফিন মোল্লা এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ প্রসঙ্গে জেবুন্নেছা আফরোজ এমপি বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি কাজ শিখেছি, রাজনীতি শিখেছি। নেত্রীর ওপর আস্থা আছে। প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দেবেন বলে আশাবাদী প্রয়াত হিরণ পত্নী জেবুন্নেছা আফরোজ। মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, দল যোগ্য মনে করলে তাকে মনোনয়ন দেবে। এ ছাড়া যাকেই মনোনয়ন দেওয়া হবে তিনি নৌকার পক্ষে কাজ করবেন। কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, বিগত সিটি নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম, দেওয়া হয়নি। আশা করছি, প্রধানমন্ত্রী সদর আসনে আবার আমাকে সুযোগ দেবেন। বরিশাল-৫ সদরে ভোটের মাঠে ফ্যাক্টর হয়ে উঠেছে চরমোনাই পীর প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ। সদরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হচ্ছেন দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী সংগঠনের জেলা কমিটির আাাহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মহসিন উল-ইসলাম হাবুল। বাম গণতান্ত্রিক জোটও সদরে কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তারকে প্রার্থী করার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর