বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করছেন শিল্পপতি হারুন

নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করছেন শিল্পপতি হারুন

দেশের সফল শিল্পোদ্যোক্তা, পরপর ছয়বার সর্বাধিক ভোটে নির্বাচিত এফবিসিসিআইয়ের সাবেক প্রভাবশালী পরিচালক ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশিদ সিআইপি। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। ইতিমধ্যে তার নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তিনি বলেন, আমি ডেমরা-যাত্রাবাড়ীর স্থায়ী বাসিন্দা হওয়ায় এখানকার জনমানুষের সুখে-দুঃখে সব সময় মিশে আছি।

তিনি এলাকার খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতিচর্চা, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা প্রতিষ্ঠা করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছেন। ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সরকার কর্তৃক ১৬ বার সিআইপি ঘোষিত হন এবং বাণিজ্য ক্ষেত্রে ১৪ বার রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। সফল ব্যবসায়ী ও সৎ রাজনীতিক হিসেবে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। আর এ জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি সহজেই নির্বাচনী বৈতরণী পার পাবেন বলে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মনে করেন। আলহাজ মো. হারুন-উর-রশিদ সিআইপি বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। শিল্পপতি হারুন-উর-রশিদের বিশ্বাস দলীয় নমিনেশন পেলে যাত্রাবাড়ী-ডেমরার জনগণের ভাগ্যোন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে জানান।

সর্বশেষ খবর