শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবদুল হান্নান রতন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক

আবদুল হান্নান রতন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী

ব্রাহ্মণবাড়ীয়া-২ নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আবদুল হান্নান রতন চালিয়ে যাচ্ছেন আগাম নির্বাচনী প্রচারণা।  তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক। তার দাবি— এলাকায় নানা উন্নয়নে তার অবদান রয়েছে। ১৯৯৬ সাল থেকে ব্রাহ্মণবাড়ীয়া-২ সরাইল আশুগঞ্জের বিভিন্ন এলাকায় পিডিবি ও পল্লী বিদ্যুতায়নে  এলাকার সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গরিব ও অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তিনি জানান, এলাকার জনগণ আমার উন্নয়ন কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ অনেক রাস্তার নামকরণ করেছে আমার নামে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়নের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ইতিমধ্যে জনগণের সামনে উপস্থাপন করেছি। আমি মনে করি এর মাধ্যমে আগামী নির্বাচনে ভোটারগণ আওয়ামী লীগ ও আমার প্রতি তাদের আস্থার প্রমাণ দেখাবে। আমি বিশ্বাস করি, বর্তমানে ভোটারগণ আগের চেয়ে অনেক স্মার্ট। তারা আধুনিক ও অগ্রসর চিন্তার ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিকেই নির্বাচিত করবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বিচারের দাবিতে স্কুল জীবন থেকে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করি। এরশাদ ও স্বৈরাচারী খালেদা জিয়ার বিরুদ্ধে ১৯৮২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাজপথের সব আন্দোলনে সক্রিয় ছিলাম। ওয়ান ইলেভেনের ফখরুদ্দীন-মইন উদ্দিনের সরকার কর্তৃক জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে আন্দোলন করি।

সর্বশেষ খবর